About

আমাদের ইতিহাস

২০১৬ সালে হাটহাজারী মাদরাসা হতে ফারেগীন ৬ জন নবিন আলেম স্বপ্ন দেখে, যারা দ্বীন বুঝে মাদ্রাসায় পড়া শুনা করছে তারা ও তাদের ফ্যামিলি তো আলহামদুলিল্লাহ  দ্বীনের সংস্পর্শে আসছে। কিন্তু বাংলাদেশের বড় একটি অংশ আছে যাদের ইচ্ছে নিজ সন্তানকে দ্বীনি শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষাও দেয়াবে।

এমন প্রতিষ্ঠান খুবই নগন্য, থাকলেও মানসম্পন্ন পড়াশোনা ও পরিবেশের অভাব রয়েছে।

২০১৮ সালে ফারেগ হয়ে সকলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকতা করে নিজেদের অভিজ্ঞতার পরিধি বাড়িয়ে ২০২২ সালে শুরু করেন দারুল ঈমান - Darul Iman এর সাথে পথ চলা।

আমাদের লক্ষ ও উদ্দেশ্য

একটি ইসলামাইজড সোসাইটির গোড়া পত্তন করা। যারা সুট পরে ব্যংকে গেলেও ঘোষের কথা শুনে “আস্তাগফিরুল্লাহ” বলবে স্বজোরে, যারা রাজনীতিতে মন্ত্রী হলেও দূর্নীতিকে প্রতিহত করবে জোর আওয়াজে। যারা সাদা পোশাকে ডাক্তার হলেও মনের মধ্যে মায়া ও মমতা লালন করবে। এমন একটি সমাজ আমাদের কাম্য। হবে ইনশাআল্লাহ একদিন। সেই সুদিনের আশায়। 

দ্বীন শিক্ষা

সৃষ্টির মধ্যে একমাত্র মানুষকেই আল্লাহতায়ালা জ্ঞান অর্জনের যোগ্যতা দান করেছেন। এর মাধ্যমে মানুষ যেমন তার পার্থিব প্রয়োজন পূরণের উত্তম পন্থা আবিষ্কার করতে পারে তেমন আল্লাহর সন্তুষ্টি-অসন্তুষ্টি এবং [.......আরও পড়তে ক্লিক করুন]

শিশু মূল্যায়ন

শিশু হলো কোমাড়ের হাতের নরম মাটির মতো। আপনি তাকে যেভাবে গড়াতে চাইবেন সে সেভাবেই গড়ে উঠবে। আপনার প্রতিটি মন্দ কাজের প্রভাবে সে অসৎএর দিকে ধাবিত হবে, আপনার প্রতিটি ভালো কাজের প্রভাবে সে সৎ হয়ে উঠবে। [.......আরও পড়তে ক্লিক করুন]

কর্মশীল শিক্ষা

দ্বীন ইসলাম [.......আরও পড়তে ক্লিক করুন]

কুরআনিক জ্ঞান

কুরআনের জ্ঞান ছড়িয়ে দিন বিশ্বব্যাপী। [.......আরও পড়তে ক্লিক করুন]

কোন প্রশ্ন আছে কি আপনার?

আপনার যে কোন প্রশ্নে আমাদের সাথে কথা বলুন। আমাদের টীম আপনার প্রশ্নের সঠিক উত্তর দেয়ার চেষ্ঠা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

Scroll to top