মুহতারাম অভিভাবক/অভিভাবিকা,
সালাম ও শ্রদ্ধা নিবেদনের পর আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৮/০৫/২০২৫ইং রোজ বৃহস্পতিবার হতে ১৩/০৫/২৫ইং রোজ মঙ্গলবার পর্যন্ত নিম্নের রুটিন অনুযায়ী ২০২৫ইং শিক্ষাবর্ষের প্রথম পার্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সময়সূচী

- কেজি থেকে ৪র্থ – প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে ইনশাআল্লাহ। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে উপস্থিত থাকবে।
- প্লে ও নার্সারী – প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে ইনশাআল্লাহ। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে উপস্থিত থাকবে।
- সাথে রাখবে: প্রবেশপত্র, হার্ডবোর্ড, স্কেল, কলম/পেন্সিল, শার্পনার, ইরেজার, রং পেন্সিল।
আমাদের সকল শিক্ষক-শিক্ষিকা এই বিশেষ দিনে আপনাদের সাথে উপস্থিত থাকবেন এবং আপনাদের সন্তানের ফলাফল ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। আপনারা সবাইকে সময়মত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ছুটি ও খোলা
১৪ ও ১৫ই মে, রোজ বুধ ও বৃহস্পতিবার পরীক্ষা পরবর্তী অবকাশ থাকবে। ১৭ই মে রোজ শনিবার থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে সাহায্য করুন এবং আমাদের সন্তানদের সফলতার পথে পরিচালিত করুন। আমীন।
ধন্যবাদান্তে,
মুফতি আলমগীর আমির
প্রিন্সিপাল
দারুল ঈমান, টঙ্গী
📞 01727 54 55 00