বই বিতরণ ০২ – ২০২৫ ইং


🎉 আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা! আজকে আমরা লেটার সাউন্ড শিখব মজার এক জগতে! 🎵🦄

তোমরা কি জানো, প্রতিটি বর্ণের (letter) একটা করে মজার সাউন্ড (sound) থাকে? আর সেই সাউন্ডগুলো শিখলে তোমরা খুব সহজে ইংরেজি পড়তে শিখে ফেলবে! কেমন হবে যদি আমরা গান, নাচ, আর মজার কার্টুনের সাথে সাথে বর্ণের সাউন্ড শিখি? 😍

চলো তাহলে আজকে এক জাদুকরী জায়গায় যাই — Oxford Phonics World নামের এক মজার দুনিয়ায়!
👉 নিচের এই ফটোতে ক্লিক কর বা লিংকে গিয়ে শুরু করো:


🔗 Oxford Phonics World Level 1 – Watch & Learn

📚 কী কী শিখতে পারবে এখানে?

🌟 ‘A’ মানে Apple, আর তার সাউন্ড হয় “æææ”
🌟 ‘B’ মানে Ball, সাউন্ড হয় “buh buh”
🌟 ‘C’ মানে Cat, সাউন্ড হয় “kuh kuh”

আরো অনেক বর্ণ আছে যেগুলো তোমরা গানের সাথে গাইতে গাইতে শিখে ফেলবে।

🎵 গানের তালে তালে যখন ‘A-B-C’ বলবে, তখন একেকটা সাউন্ড তোমার মাথায় খেলতে থাকবে। মনে হবে তুমি এক এক করে সব বর্ণকে বন্ধু বানিয়ে ফেলছো!


🐱 মজার ক্যারেক্টাররা তোমার বন্ধু

ভিডিওতে আছে মজার সব কার্টুন বন্ধুরা — কেউ নাচে, কেউ গায়, কেউ খেলে, আর সবাই তোমাকে শেখায় লেটার সাউন্ড!
তোমার প্রিয় কার্টুন ক্যারেক্টার কোনটা? দেখে বলো তো!


🕹️ কিভাবে খেলতে খেলতে শিখবে?

১. প্রথমে লিংকে গিয়ে যেকোনো একটি লেটার সাউন্ডের ভিডিও চালাও।
২. ভিডিওর সাথে সাথে বলো, গাও আর মজা করো!
৩. প্রতিদিন একট করে লেটার সাউন্ড শেখো, আর শেষে নিজেই একটা গান গেয়ে ফেলো!


✏️ ছোট্ট চ্যালেঞ্জ

তুমি কি ‘A’ থেকে ‘Z’ পর্যন্ত সব লেটারের সাউন্ড শিখতে পারবে এক সপ্তাহে? চলো দেখি কে কে পারো! যদি পারো, তাহলে তুমি হবে Phonics Champion! 🏆


তো বাচ্চারা, আর দেরি কেন? Oxford Phonics World-এ এখনই ঢুকে পড়ো আর শিখতে শুরু করো। ইংরেজি শেখা আর কখনোই বোরিং লাগবে না!

🎈 শিখো, খেলো, আর মজা করো — Oxford Phonics World এর সাথে! 🎈


বই বিতরণ ০২ – ২০২৫ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top