মুহতারাম অভিভাবকগণ,
মুহতারাম অভিভাবক/অভিভাবিকা,
সালাম ও শ্রদ্ধা নিবেদনের পর আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৫/১১/২০২৪ইং রোজ মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের এসাইনমেন্ট মূল্যায়ন কার্যক্রম শুরু হবে । এসাইনমেন্ট আমাদের বাচ্চাদের কে আরও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে সহযোগীতা করবে ইনশাআল্লাহ।
এসাইনমেন্ট বিষয়ে যে কোন তথ্য পাবেন আমাদের শ্রেণি ভিত্তিক হুয়াটসএপ গ্রুপে। তাই সকল গার্ডিয়ানবৃন্দকে শ্রেণি ভিত্তিক হুয়াটসএপ গ্রুপে জয়েন করতে অনুরোধ করা হচ্ছে। এখানে শিক্ষার্থীদের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় শেয়ার করা হবে। জয়েন হতে এই নাম্বারে হুয়াটসএপ করুন 01727-54 55 00, অথবা নিচে দেয়া কিউআরকোড স্ক্যান করুন।
বি:দ্র: পরীক্ষার সকল প্রশ্ন হবে বই নং ০৪ থেকে।
ধন্যবাদান্তে,
মুফতি আলমগীর আমির
প্রিন্সিপাল, দারুল ঈমান


অ্যাসাইনমেন্ট ২০২৪